আজ অন্যের বোন কাল অন্যের বোন এমনটা হতে দেয়া যায়না। ভরাপাড়া গ্রামের স্কুলছাত্রী সাদিয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামি আরিফের হত্যার ঘটনায় আসামি আরিফের অবিলম্বে গ্রেফতার ও সঠিক ময়না তদন্তের দাবিতে আগামী রবিবার সকাল এগারোটায় উপজেলা চত্বরে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত মানববন্ধনে সকলের উপস্থিতি কামনা করেছে রক্তদান আমরা কেন্দুয়ার টিম। গত ১৬ ই ফেব্রুয়ারি রাতে ভরাপাড়া গ্রামের নোয়াদিয়া স্কুলের ৭ম শ্রেণির স্কুলছাত্রী সাদিয়াকে একই গ্রামের বখাটে আরিফ ধর্ষণ করে। তার বাবা অটোচালক সকাল বেলা বাড়ি থেকে রোজগারের উদ্দেশ্যে বের হয়ে যায় আর তার মা ডাক্তার দেখাতে কেন্দুয়া আসে।
সেই সুযোগে বখাটে আরিফ সাদিয়াকে ঘরের পেছনে টিউবওয়েলের কাছে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে রাতে তার মা বাড়িতে ফিরলে সাদিয়া কান্নাকাটি করে তার মাকে এই ঘটনা জানায়। পরদিন সকালে নিজ ঘরে ধর্ষিতা সাদিয়ার ঝুলন্ত লাশ পাওয়া যায়।মেয়ের লাশ দেখে সাদিয়ার বাবা চিৎকার করতে করতে ধর্ষক আরিফের বাড়ির দিকে গেলে আরিফের পিতা আলতো মিয়া সাদিয়ার বাবার মাথায় রামদা দিয়ে কুপ দিয়ে মারাত্মক জখম করে।
স্কুলছাত্রী সাদিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামি আরিফকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে আগামী রবিবার সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা চত্বরে ‘কেন্দুয়া নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও রক্তদানে আমরা কেন্দুয়ার সংগঠন’ এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে দলমত, জাতিধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন সংগঠনটি।