নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর শাখা। মেধা বিকাশ ও সুস্থ চিন্তার সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই। তরুণদেরকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে বেরিয়ে আসতে যেমন এই খেলা ভূমিকা রাখে ঠিক তেমনি শরীর ও মন রখে সতেজ এবং প্রফুল্ল।
এই ভাবনা থেকেই ছাত্র অধিকার পরিষদ মমহানগর শাখা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন বলে সময় এক্সপ্রেস কে জানান আয়োজন কমিটির প্রধান কাজী মোঃ ইমরান হুসাইন সাগর। আজ বেলা ১০ ঘটিকায় ভুইঁঘর সোনালী সংসদ খেলার মাঠে নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি খান শাহরিয়ার ফয়সাল টুর্ণামেন্ট উদ্ভোদন করেন।
আটটি দললের অংশগ্রহণে নক আউট সিস্টেমে খেলা পরিচালিত হয়। গ্রুপ পর্বের খেলা শেষে দুইদলের মধ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ভুইঘর সোনালী সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ ইমরান হুসাইন এর পরিচালিত দল জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ টিমের মধ্য ট্রফি তোলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যকরী সংসদের দের সদস্য মোঃ সাব্বির হোসাইন, নাজমুল করীম রিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃআসাদ, ময়মনসিংহ জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিউর ইসলাম সহ আরো অনেকেই উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি খান শাহরিয়ার ফয়সাল।
এ সময় তিনি বলেন, আমরা শুধু রাজনৈতিক মাঠেই সীমাবদ্ধ নই সাংস্কৃতিক ও খেলাধুলার মাঝেও আনন্দ খুঁজে পেতে চেয়েছি। চেয়েছি মানবিক ও সুস্থ সমাজ সংস্কার। আমরা সমাজে ও রাষ্ট্রের গঠনমূলক ইতিবাচক পরিবর্তন চাই, সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।
নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী মোঃ ইমরান হুসাইন সাগর বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের শুধু রাজনৈতিক মাঠেই থাকলেই হবে না। নিজেদের শারীরিক মানসিক চাপ থেকে মুক্ত থাকতে খেলাধুলার বিকল্প আর কিছু নেই। তাই আমাদের নারায়ণগঞ্জ মহানগর শাখার পক্ষ থেকে আজকের আয়োজন। তাদের এই আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আমাদের জানান তিনি।