নেত্রকোনার পূর্বধলায় পানিতে ডুবে মহসিন ও মাছুম নামের চার বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুুুপুরে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মহসিন বিষুমপুর গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে এবং মাছুম একই এলাকার মাহাবুব মিয়ার ছেলে। মহসিন ও মাছুম দুইজন চাচাত ভাই।
পারিবারিক সুত্রে জানা যায়, মহসিন ও মাছুম খেলতে গিয়ে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।
পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।