নেত্রকোণার কেন্দুয়ায় পাটেশ্বরী নদীতে তিনটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। নদীতে এই অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ আহরণ করার দায়ে দুইজনকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় ঘটনাস্থল থেকে ২ হাজার মিটার জাল ও মাছ, বাঁশ জব্দ করা হয়।
অর্থদন্ডিত দুইজন হচ্ছেন, উপজেলার বেজগাও গ্রামের শহীদ মিয়া (৩২) ও অদীত মিয়া (৪০) । পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় আর বাঁশ দেড় হাজার টাকায় নিলামে বিক্রি করা ছাড়াও জব্দকরা জাল পুড়িয়ে দেয়া হয় বলে জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাত হোসেন।
তিনি জানান, সোমবার কেন্দুয়া উপজেলা সহকারি কমিশনার খবিরুল আহসান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সাজ্জাত হোসেন বলেন, কেন্দুয়ার বিভিন্ন নদী-খালে অবৈধভাবে বাঁধ দিয়ে কিছু লোক মাছ আহরণ করছেন। এতে নদী, খালের অবাধ জলপ্রবাহ বাঁধাগ্রস্থ হচ্ছে। জমিতে কৃষকের সেচ কাজ ব্যাহতসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।