সমাজের চোখে নমরুদ ওরা
ফেরাউনের দল
ওদের চোখে তে পেরেক মারি
চল বাঙালি চল ৷
ক্ষমতা তোর যতই থাক না
ভয় করিনা মোরা
নারীর চোখে দেখতে চাই না
অশ্রুর জলধারা ৷
কেমন করে ওই জানোয়ার
আমার বোনকে ধরে
ভাই হয়ে আজ লাঠি তুলি
বাংলার ঘরে ঘরে ৷
চোখের ভিতর ছানি পড়েছে
পেটে হয়েছে আলসার
হাত গুটিয়ে বসিস না ভাই
তাইলে যে হবে ক্যান্সার ৷
আর কতকাল রং দেখি ভাই
নিশ্চুপ হয়ে রই
আমার বোনের তা হবেনা
নিরাপত্তা আজ কই ৷
আজকে অমুক কালকে তুমুখ
দুদিন পরে আমি
চোখ বুজে আর থেকনা ভাই
প্রতিবাদী হও তুমি ৷
শ্লীলতাহানিতা করেও কেমনে
বুক ফুলিয়ে চলে
চিহ্নিত চাই ওই সাধুদের
যাদের বলে চলে ৷
পিছু নয় ভাই এখনই সময়
ঘুরে দাঁড়াবার
আর নয় শ্লীলতাহানিতা
প্রতিবাদ চাই সবার ৷