সাম্প্রতিক সময়ে ইউটিউব জুড়ে কেবল একটি নাম ঘুরে বেড়াচ্ছে “জাহাঙ্গীর রাজু” তাই তার অন্যান সময়ের তুলনায় বর্তমান সময়ে অভিনয়ের মধ্য দিয়ে ভক্ত শ্রোতাদের মুখে মুখে ভাইরাল, মিডিয়ার অন্যতম নাম “জাহাঙ্গীর রাজু” ভৌতিক নাটক “আত্তা” এর মধ্য দিয়ে ডিরেক্টর জাহাঙ্গীর গাজীর হাত ধরে ২০১২ সালে মিডিয়া জগতে অভিষেক ঘটে এই তরুন মডেল ও অভিনেতা জাহাঙ্গীর রাজু’র।
নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তরুণ অভিনেতা। গাজীপুর জেলায় জন্ম নেওয়া অভিনেতা জাহাঙ্গীর রাজু প্রতিবেদককে জানান, আমার সপ্ন ভালো অভিনেতা হওয়া, সেজন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এখন পর্যন্ত অনেক নাটক সিনেমায় অভিনয় করেছি। এর মধ্যে সিনেমা করেছি : ধংস মানব,,পদ্দাপুরান,,মিয়া ভাই,,সত্যের ভাত নেই।
নাটক ও সর্টফিল্ম এর মধ্যে : বুদ্ধির রাজা, মামু, ছোট বোন, বিএসসি তালেব, দুই দেহে এক প্রান, ভ্যাড়া মামা, নান্টু ঘটক, ঈদের ছুটিতে স্বশুর বাড়ী, মা, গ্যাং স্টার, অসহায় ছেলে, অসত চেয়ারম্যান, ঈদটা কেমন হবে, এলাকার প্রেমিক, দুই ভাইয়ের যুদ্ধ, বাবার আর্তনাদ, বৃদ্ধাশ্রম, যৌতুক, লজিং মাস্টারের প্রেম,জ্বালা, পিয়াজ বড় না প্রেম বড়, ফাঁদ, বউ যখন প্রতারক, চোখের আড়াল, ছলনা ময়ী, দুই দিনের দুনিয়া, লেডি কিলার, মামু, মামা ভাগ্নে ৪২০, বিচার, স্মার্ট ফোন, আমাদের বিবেক, অমানুষ, নষ্ট জীবন, রুম ডেট,সৎ ভাই, লোকাল ঘড় জামাই, অত্যাচারি স্বামী, ছব্দবেশী মডেল, দর্জাল শ্বাশুরী, বাল্য বিবাহ, সমাধান, ,স্কুল ছাত্রী প্রেগনেন্ট, বউয়ের কষ্ট, কঠিন শ্বাশুরী, অবাধ্য মেয়ে, সৎ মা, মুন্না মামা ইত্যাদি সহ আরো অনেক গুলো।