তিনমাস বন্ধ থাকার পর জুন থেকে ফের বিদ্যুৎ বিল আসা শুরু হয়েছে। আর সেই বিলের অঙ্ক দেখে মাথায় হাত পড়েছে জনসাধারণ থেকে শুরু করে বলিউড তারকাদের পর্যন্ত!
ভারতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউনের কারণে বন্ধ ছিল কাজ। তাই গত তিনমাস বিদ্যুতের বিল স্থগিত রাখতে সংস্থাগুলোকে অনুরোধ করেছিলো দেশটির মহারাষ্ট্র সরকার। সেই অনুরোধকে প্রাধান্য দিয়ে গত মার্চ-মে মাস বিল পাঠায়নি কোনও বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা।
তবে জুন মাস থেকে ফের বিল আসা শুরু হয়েছে। আর সেই বিলের অঙ্ক দেখে মাথায় হাত পড়েছে জনসাধারণ থেকে শুরু করে বলিউড তারকাদের পর্যন্ত। ইতোমধ্যে মুম্বাই শহরে বিদ্যুৎ বণ্টনের দায়িত্বে থাকা আদানি পাওয়ারকে কাঠগড়ায় তুলে টুইট করা শুরু করেছেন অনেকে। সেই তালিকায় এবার ঢুকলো আরশাদ ওয়ারসির নাম। তবে সরাসরি প্রতিবাদের পথে না হেঁটে রসিকতার সুরে আমদানি পাওয়ারকে কটাক্ষ করেছেন বলিউডের এই “সার্কিট”।
রবিবার (৫ জুলাই) বম্বে টাইমসে আরশাদ ওয়ারসির একটা সাক্ষাৎকারে বেরিয়েছে। সেই সাক্ষাৎকার প্রসঙ্গে টুইট করতে গিয়ে অভিনেতা লেখেন, “ধন্যবাদ রচনা ও বম্বে টাইমস। আপনারা অনুগ্রহ করে আমার আঁকা কিনুন। আদানি পাওয়ারকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, আগামী মাসের জন্য আমার কিডনিগুলো বরাদ্দ রাখলাম।”